দেশের করপোরেট বুটিক জিম ‘আমারা অ্যাকটিভের’ সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এর ফলে প্রাইম ব্যাংকের নারী ও গ্রাহকরা আমারা অ্যাকটিভের কিছু সুবিধা পাবেন বলে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং আমারা অ্যাকটিভের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবরাস পান্নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রিমিয়াম ফিটনেস পরিবেশ, আধুনিক সরঞ্জাম এবং গ্রাহককেন্দ্রিক সেবার জন্য সুপরিচিত আমারা অ্যাকটিভ তার সদস্যদের জন্য একটি পেশাদার ও ব্যক্তিগত ফিটনেস অভিজ্ঞতা...