রাজধানীর পূর্বাচল নিউটাউনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী বছরের জানুয়ারির ১ তারিখে শুরু হবে ঢাকা বাণিজ্য মেলার ৩০তম আসর। এ লক্ষ্যে শিগগিরই স্টল বরাদ্দ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলেও জানুয়ারির ১ তারিখে ঢাকা বাণিজ্য মেলা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারির ১ তারিখ ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের ১ নভেম্বর মেলার স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতবারের মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন ছিল, যার মধ্যে ৩৫১টিই দেশিয় প্রতিষ্ঠানের স্টল। এদিকে আগামী বছরের জানুয়ারিতে মেলা করার প্রস্তুতির কথা জানিয়ে ইপিবির পরিচালক (যুগ্ম সচিব) মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, জানুয়ারির ১ তারিখ থেকে মেলা শুরু...