সিলেট অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বেলা ১২টা ১৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ছোট মাত্রার হওয়ায় অনেকেই কম্পন টের পাননি, এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে, যা সিলেট থেকে প্রায় ১৩১ মাইল দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯, যা তুলনামূলকভাবে বেশ শক্তিশালী। এ বছর এর আগেও বেশ কয়েকবার সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। গত ৫ মার্চ সকালে একটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এরও আগে,...