২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। তবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এ পদে রুটিন দায়িত্ব পালন করবেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা জাতিসংঘ থেকে দেশে ফেরার পর নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মোখলেস বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয়। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ...