সারাবছর কৃপণতা কিংবা নীরবতা থাকলেও আজকের দিনটি ভিন্ন। আজ স্বামীরা নির্দ্বিধায় স্ত্রীকে প্রশংসায় ভাসাতে পারেন। আজকের দিনটিই বরাদ্দ স্ত্রীর জন্য প্রশংসা করার উদ্দেশ্যে। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা দিবস’। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার এ দিবসটি ঘটা করে পালন করা হয়। ২০০৬ সালে প্রথমবার এ দিবস শুরু হয়। যদিও এর উৎপত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য মেলেনি, তবে উদ্দেশ্য একটাই—স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করা। নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবস, মা দিবসের মতো দিন দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। কিন্তু সংসারে প্রতিদিনের কাজের মূল্যায়ন ও স্ত্রীর অবদানকে স্বীকৃতি দিতে নতুনভাবে যোগ হলো এই দিন। অনেকেই মনে করেন, স্বামীর কাছ থেকে পাওয়া ছোট্ট কিছু প্রশংসা একজন স্ত্রীর জন্য অসাধারণ প্রাপ্তি। এ দিনে বিশেষ ছুটি না থাকলেও দম্পতিরা...