প্রকাশিত হয়েছে তরুণ কবি জহুরুল ইসলামের ‘ইদানীং নীল হাওয়া বনে’ কাব্যগ্রন্থটি। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী রাজীব দত্ত। মানুষের ভেতরে আছে আলো আর অন্ধকার। লুকিয়ে আছে সুপ্ত সৌন্দর্য। আছে স্বপ্ন আর স্বপ্ন ভাঙার বেদনা। যা জীবনের সাথে সময়ের সমান্তরালে বয়ে চলেছে। মানব জীবনে আছে দুঃখ-সুখের মিলন। হারিয়ে যাওয়া বিরল মধুর স্মৃতি। আছে কিছু পারস্পরিক দ্বান্দ্বিক সত্য। যা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিকভাবে অব্যয় সত্য। আছে শ্রেণি বৈষম্য, হৃদয়ের বিভেদ, কিছু মোহনীয় মুহূর্ত; যা কবিতার মাধ্যমে পাঠকের সামনে তুলে আনার চেষ্টা করা হয়েছে। আরও পড়ুনপ্রকাশিত হলো অলোক আচার্যের ‘চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’অ্যামাজনে শান্তর কাব্যগ্রন্থ ‘ডিভিনিটি অ্যান্ড হেমলক’ কবি জহুরুল ইসলামের ‘ইদানীং নীল হাওয়া...