প্রথমবারের মতো ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা; দুই মাধ্যমে সমান জনপ্রিয় এ তারকা এসেছেন সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সানসিল্ক আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনি। সেখানেই ঘটল চমক। বলিউড বাদশাহ শাহরুখ খানকে পেছনে ফেলে ঢালিউড মেগাস্টার শাকিব খানকেই বেছে নিলেন হানিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ তাকে মজার ছলে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘শাকিব খান নাকি শাহরুখ খান?’ মুহূর্তের মধ্যেই উত্তর দেন হানিয়া আমির। লাজুক হাসি দিয়ে তিনি বলেন, ‘শাকিব খান। আমি তার ভক্ত।’ তার এই বক্তব্যে উপস্থিত দর্শকরা হাততালিতে ফেটে পড়েন। নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে আড্ডা, নবাববাড়িতে মুগ্ধ হানিয়াখোঁপায় গুঁজেছেন ফুল, পথে পথে ঘুরে খেলেন ফুচকা-ঝালমুড়ি শাকিব খানের স্টারডম এবং পর্দায় তার ক্যারিশমা দীর্ঘদিন...