
প্রায় তিন মাস পর খুলনার বাজারে সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে। যা এখনো স্থিতিশীল রয়েছে। কিন্তু ৪০-৫০ টাকার কমে মিলছে না কোনো সবজি। অন্যদিকে মাছের দাম এখনো কমেনি। রোববার (২১ সেপ্টেম্বর) খুলনার নিউ মার্কেট কাঁচাবাজার, নতুন বাজার, গল্লামারি ও খালিশপুর বাজারে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, ঝিঙে ৫০ টাকা, পটোল ৫০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, লাল শাক ৪০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা, ধুন্দল ৪০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা ও কাঁচামরিচ ১৬০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেশি ছিল। মাছের বাজারে রুই মাছ ৩০০-৩৫০, টেংরা ৫০০-৬০০, পাবদা ৪০০-৫০০, চিংড়ি ৫০০-৬০০ টাকা, ছোট মাছ ৩০০-৪০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, ভেটকি মাছ ৪০০-৫০০ টাকা, পাঙাস মাছ...