পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী, তাদের একসঙ্গে বসবাস করা ছাড়া কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, তারা শত্রুতায় থাকবে, নাকি ভালো প্রতিবেশী হবে। রোববার (২১ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের বিষয়েও আলোকপাত করেন। শাহবাজ বলেন, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চারটি যুদ্ধ করেছে, যা উভয় দেশের কোটি কোটি ডলার ব্যয় করেছে। এই অর্থ ব্যয় হওয়া উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের জন্য খরচ হওয়া কোটি কোটি ডলার জনগণের উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজে লাগানো উচিত।...