
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে বিএনপির পাহারা থাকবে: দুলু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শঙ্খ ধ্বনির মাধ্যমে শুরু হয় মহালয়ার প্রথম পর্ব। এরপর চন্ডিপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃ বন্দনা, সমবেত নৃত্য ও মহিষাসুর মর্দিনী- নৃত্যনাট্য পরিবেশিত হয়। মায়ের আগমনী বার্তা মহালয়ার এমন মনোমুগ্ধকর আয়োজনে ভক্তরা অনেক খুশি। নৃত্য পরিচালক ধনেশ পণ্ডিত বলেন, “মায়ের আগমনীতে আমাদের এমন আয়োজন সকলের মাঝেই একটি বার্তা পৌছে দেয়। সেটি হচ্ছে, সকলের মাঝে সৌহার্দ্যতা-ভালোবাসা আর সংস্কৃতির সম্প্রীতি। মায়ের আগমনীবার্তা সকলের কাছে পৌঁছে দিতে পেরে আমরাও অনেক খুশি হই। আমাদের এবারের আয়োজনে মহিষাসুর মর্দিনী- নৃত্যনাট্য দিয়েই মহালয়ার পর্ব শেষ হবে।” শ্রী শ্রী কালীবাড়ির সভাপতি অসীম সরকার বাধন বলেন, “গত দুই বছর ধরে আমরা মহালয়ার আয়োজন করে আসছি। এবছর আরো অনাড়ম্বরভাবে মহালয়ার আয়োজনে করা হয়েছে। অনুষ্ঠানে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম...