রাস্তার পাশে খাদে পড়ে আটকে পড়ায় চোরাই গরু ও ছাগল ভর্তি একটি মিনি ট্রাক ফেলেই পালিয়ে গেছে চোর চক্র। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রাকের মালিকের পরিচয় সনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে বেশ কিছুদিন ধরে একাধিক গরুর চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাক ভর্তি করে নেওয়ার...