উত্তরের জনপদ জয়পুরহাটের আক্কেলপুরে শরৎকাল চললেও প্রকৃতি যেন আগেভাগেই শীতের বার্তা ছড়িয়ে দিয়েছে। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হঠাৎ মৃদু কুয়াশার চাদর নেমে আসছে চারপাশে। বাতাসে বইছে হালকা হিমেল পরশ, আর গ্রামীণ জনপদ জুড়ে বইছে ঋতুর পালাবদলের সুর। শনিবার সকালেই উপজেলার সড়ক, হাটবাজার ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে সাদা ধোঁয়ার মতো কুয়াশা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত গাছপালা, ফসলের মাঠ আর বাড়িঘরগুলো ধূসর আস্তরণে ঢাকা পড়ে ছিল। দূর থেকে সবকিছু যেন সাদা মায়াবী পর্দার ভেতরে মোড়ানো—শরতের চেনা প্রকৃতি যেন রাতারাতি বদলে গেছে। দিনমজুর ও কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে টের পেয়েছেন শীতের আগাম স্পর্শ। ধানের শিষে শিশির জমে ঝিকমিক করছিল, ঝোপঝাড় ও বাঁশঝাড়ের পাতাগুলো ভিজে উঠেছিল টলটলে ফোঁটায়। মাঠের শিশিরবিন্দু দেখে স্থানীয়রা বলছেন, এ যেন শীতের আগাম বার্তা।...