ঢাকা: ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ ইতোমধ্যেই একটি শক্তিশালী টাইফুনে পরিণত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন সোমবারের মধ্যেই এটি আরও তীব্র হয়ে সুপার টাইফুনে রূপ নিতে পারে। ঝড়টি এখনো সমুদ্রেই অবস্থান করছে, তবে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর ফিলিপাইন নিউজ এজেন্সি।এমন পরিস্থিতিতে জরুরি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি)। ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি অঞ্চলের মানুষকেও সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সরাসরি নির্দেশে নেয়া এই পদক্ষেপের মূল উদ্দেশ্য— দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা।সর্বশেষ গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় বুলেটিন অনুযায়ী, অরোরার ক্যাসিগুরান থেকে ৭৭৫ কিলোমিটার (কিমি) পূর্বে...