বিশ্বব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে মনোযোগ ক্রমশ কমে আসছে—এমন প্রেক্ষাপটে শনিবার ঢাকায় সমবেত হন সাংবাদিক, কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা সংবাদকর্মীদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ও অ্যাডভোকেসির মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনার আহ্বান জানান।আয়োজনে বক্তারা বলেন, সংবাদমাধ্যমকে শুধু মানবিক সহায়তা, প্রত্যাবাসনের অচলাবস্থা কিংবা ক্যাম্পভিত্তিক অপরাধ-সংক্রান্ত খবরের মধ্যে সীমাবদ্ধ না থেকে ‘শিরোনামের বাইরে’ গিয়ে সংকটের পূর্ণ চিত্র বিশ্বকে জানাতে হবে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ টিকে থাকে।আজ শনিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), অক্সফাম ইন বাংলাদেশ ও ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম যৌথভাবে আয়োজন করে ‘শিরোনামের বাইরে: নতুন চোখে রোহিঙ্গা সংকট’ শীর্ষক সিম্পোজিয়াম, যেখানে ঢাকা ও কক্সবাজারের ৪০ জনের বেশি সাংবাদিক অংশ নেন।জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের আগে হওয়া এই আয়োজনের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সংকটের বৃহত্তর দিক আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা।উদ্বোধনী বক্তব্যে...