বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) অ্যাকাউন্টে রয়েছে ডলার। আজ রোববার দুপুরে এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে সিআইডি। বার্তায় বলা হয়েছে, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে। বার্তায় বলা হয়, আজ রোববার দুপুর ৩টায় সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখায় বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির...