এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। মাত্রা কম হওয়ায় অনেকেই এর ঝাঁকুনি অনুভব করতে পারেননি। এই মৃদু ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিকেল...