হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আরও দুই পদক্ষেপ এগোলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পাশাপাশি জোড়া গোল উপহার দিলেন জোয়াও ফেলিক্সও। বড় জয়ের দেখা পেল আল নাস্র। সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদকে ৫-১ গোলে বিধ্বস্ত করল আল নাস্র। লিগে নতুন মৌসুমে তাদের হ্যাটট্রিক জয় এটি। দুই অর্ধে দুটি করে গোল করেন রোনালদো ও ফেলিক্স। প্রথমার্ধেই বাকি গোলটি করেন কিংসলে কোমান। ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ষষ্ঠদশ মিনিটে গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সাদিও মানে। ৩০তম মিনিটে দারুণ গতিতে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান কোমান। রোনালদোর প্রথম গোলটি আসে ৩৩তম মিনিটে। পায়ের এক পাশ দিয়ে দুর্দান্ত এক ডিফেন্সচেরা পাস দেন ফেলিক্স। সঙ্গে থাকা একজনকে ছিটকে গোলকিপারকে পরাস্ত করেন আল নাস্র অধিনায়ক। ৪৪তম মিনিটে আবার বল...