
জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামী ২২ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি পরবর্তীতে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ রোববার দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার মদনপুর এলাকা থেকে নিখোঁজ হন জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ। নিখোঁজের তিন দিন পর ২ সেপ্টেম্বর দিরাই উপজেলা থেকে জমিয়ত নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার পর এজাহারভুক্ত আসামি তালহা গ্রুপের অনুসারি আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে হাফিজকে তিন দিনের রিমান্ডে...