খুলনা: খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২১ আগস্ট) সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়।এ কাজে পুলিশের সাথে ছিলো যৌথবাহিনী, গৃহায়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট, স্থানীয় প্রশাসন। জানা গেছে, শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের শুরু হয়। স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজার গাড়ি ভেঙে দেয়া হয়। এ ঘটনায় পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বাস্তুহারা কলোনিতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ২৫ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস্তুহারার বাসিন্দারা জানান, আমরা ভূমিহীন, আমাদের কোন জায়গা নেই। আমাদের উপর...