চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন সচিবালয়ের কর্মচারীরা। রোববার বেলা ১১টার দিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা জড়ো হয়ে জনপ্রশান মন্ত্রণালয়ে যান। সেখান থেকে তারা মিছিল নিয়ে চলে যান অর্থ ভবনে। অর্থ সচিবের দপ্তরে গেলেও কর্মচারীরা সচিবকে দপ্তরে পাননি। এ সময় সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন করা, প্রশিক্ষণ ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, পরিবারের ছয়জনের জন্য রেশন চালুর ব্যবস্থা করা। সঞ্জীবনী প্রশিক্ষণ মূলত দেশের বিভিন্ন জেলায় ডিসিদের তত্ত্বাবধানে পরিচালিত হত। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন জেলা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের উদ্বুদ্ধ করা হত। সচিবালয়ে কর্মচারীরা বিভিন্ন গ্রুপে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতেন। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি...