যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তান সঙ্গে ‘খারাপ কিছু’ ঘটবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঘাঁটিটি পুনরুদ্ধারে সেনা পাঠোনোর সম্ভাবনাও বাতিল করেননি তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, “আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে, আমেরিকার যুক্তরাষ্ট্র, তাদের কাছে ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।” এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকেই বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। তার ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। শুক্রবার ওভাল দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন। আফগান...