নাটোরে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে। রোববার ভোড় ৫টার দিকে নাটোর শহরের ছায়াবাণী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। নিহত মো. মজনু প্রামাণিক (৪০) নাটোরের বাগাতিপাড়ার নুরপুর চকপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাব্বী মজুমদার। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভোরে স্থানীয়ভাবে ‘ভুডভুডি’ নামে পরিচিত শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানে ছেলেকে নিয়ে সিংড়ায় মাছ কিনতে যাচ্ছিলেন মজনু। পথে কোনো একটি গাড়ি ভুডভুডিকে ধাক্কা দিলে সেটি উল্টো গিয়ে মাথায় আঘাত পান মাছ ব্যবসায়ী মজনু। স্থানীয়রা আহত মজনু ও তার ছেলেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য...