বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও সামাজিকমাধ্যমে ছড়ানো তাকে ব্ল্যাকমেইল করা প্রসঙ্গে মুখ খুলেছেন। এসব বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে বিস্তারিত আকারে ব্যাখ্যা দিয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে জাহেদ উর রহমান নানা বিষয়ে কথা বলেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, “আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন, এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেবো না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।” জাহেদ উর রহমান আরও লিখেছেন, “আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে, এমন দাবি সর্বৈব মিথ্যা। যার মাধ্যমে আমার এক্টিভিজমকে নানা মহল থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।...