জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর থানাধীন পশ্চিম দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করাকালীন কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রংয়ের ১টি বুলেট প্রুফ জ্যাকেট এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্যাকেট ও ওয়াকিটকি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অন্যান্য অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট জেলার সদর থানায় লুটপাট ও...