ঢাকা: নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ব্রাজিল। মামলাটিতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে।জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে ব্রাজিল, ১৯৪৮ সালের গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ হিসেবে আইসিজে’র ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় হস্তক্ষেপের ঘোষণা দেয়। ব্রাজিল বলছে, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড ওই সনদের সুস্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইনকে ক্ষতিগ্রস্ত করছে।ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেই জানায়, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের পেছনে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং এ অবস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া জরুরি।এই মামলায় ব্রাজিল ছাড়াও ইতোমধ্যে স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ একাধিক দেশ দক্ষিণ আফ্রিকার পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করেছে। তাদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা...