চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে রবিবার (২১ সেপ্টেম্বর)। আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে ছাত্রদল, ছাত্রশিবিরসহ মোট ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। এরপর অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ৯৩১...