টাঙ্গাইলের মির্জাপুরে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার পর তা মেরামতের কাজ চলছে। ফলে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ প্রায় দুই হাজার আবাসিক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। রান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংযোগ না থাকায় গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রবিবার (২১ সেপ্টেম্বর) টাঙ্গাইল তিতাস জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মো. জুয়েল রানা বলেন, “লাইন মেরামতের কাজ চলামান রয়েছে। এক-দেড় ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।” সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মির্জাপুর সদর উপজেলার বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজ চলছিল। পাইলিং করার সময় খনন যন্ত্রের আঘাত লাগে গ্যাসের পাইপের সঙ্গে। এসময় বিকট আওয়াজ হয়ে গ্যাস বের হতে থাকে। তিতাস কর্তৃপক্ষ শুক্রবার রাত ৮টার দিকে গ্যাস সরবরাহ...