আমাদের সুশৃঙ্খলভাবে বসবাস ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র—সবখানেই নেতা নির্বাচন করা জরুরি। একজন নেতা তার অধীনস্থদের সুচারুরূপে পরিচালনা করবেন, তাদের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করবেন। ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেতৃত্বের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যখন তিনজন ব্যক্তি কোনো সফরে বের হবে, তখন তারা যেন তাদের একজনকে আমির (নেতা) বানিয়ে নেয়।” (আবু দাঊদ, হাদিস: ২৬০৯) একজন নেতা একটি জাতি বা সমাজকে পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি যদি সৎ ও সদাচারী হন, তবে সমাজ শান্তিপূর্ণ হবে, উন্নয়নের পথ সুগম হবে। আর যদি নেতা অসৎ হন, তবে সমাজে নেমে আসবে বিশৃঙ্খলা ও অশান্তি। বর্তমান সময়ে নেতা বা জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাই ভোটারদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। অযোগ্য কাউকে নেতৃত্বে বসালে তার...