সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুমের জানাজা রোববার (২১ সেপ্টেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন আহমেদ ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।আরও পড়ুনআরও পড়ুনইডিসিএলে অনিয়ম দুর্নীতির মহোৎসব ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন আহমেদ। ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি...