বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দুইদিন বিরতি দিয়ে ফের জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাবু টানিয়ে চতুর্থ দিনের মতো অবস্থান নিয়েছেন তারা। এই ঘেরাও কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত হরতাল- অবরোধের মতো কর্মসূচি না থাকলেও নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতাকর্মীরা। সাতক্ষীরায় বজ্রপাতে দু’জনের মৃত্যুপ্রতিমা তৈরিতে ব্যয় বাড়লেও বাড়েনি বাজেটকিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপfতত বাতিল করেছি। উচ্চ আদালত ১০ দিনের রুল জারি করেছেন। যতদিন পর্যন্ত আমরা চারটি আসন না...