লক্ষ্মীপুরের রায়পুরে বাক প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন বৃদ্ধ চাচার (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেছেন তার পিতা। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত হলেন- রায়পুর উপজেলার বামনী ইউপির শিবপুর গ্রামের হাওলাদার বাড়ির বৃদ্ধ মো. সাহাবুদ্দিন (৬৫)।আরও পড়ুনআরও পড়ুনধামরাইয়ে ১৯৮ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ক্ষতিগ্রস্ত পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিবপুর গ্রামে নিজের ঘরে বৃদ্ধ সাহাবুদ্দিন তারই আপন বাক প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বজনরা পারিবারিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে শনিবার বিকালে বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন। পরে রাতেই তরুণীর পিতা বাদি হয়ে নারী ও শিশু...