এর আগে, ১৮ সেপ্টেম্বর দুদক সাইফুজ্জামান চৌধুরীর এজেন্ট হিসেবে অভিযুক্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল ও দেশে সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। ক্ষমতার পরিবর্তনের পর সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের একাধিক মামলা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান, তার স্ত্রী রুকমীলা জামানসহ ইউসিবি ব্যাংকের অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করার জন্য আদালতে আবেদন করেছে দুদক। সাইফুজ্জামান চৌধুরীঅবৈধ সম্পদদুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরো পাঁচ দেশে অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার সম্পদ অর্জনের রেকর্ড উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স। এর আগে যুক্তরাজ্য,...