জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছিল ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে পুনরায় এসব জায়গায় অবৈধ দোকান বসিয়ে যানজট ও মানুষের চলাচল বিঘ্নিত করা হচ্ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে সেসব দোকান উচ্ছেদ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্কের আশেপাশে বসা এসব অবৈধ দোকান উচ্ছেদ করে তারা।জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। যা দীর্ঘদিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে আসছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত করছিল, তেমনি এসব অবৈধ দোকানপাট...