২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম জাপান এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, কারণ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে এসেছেন সানায়ে তাকাইচি। তিনি বর্তমানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নেতৃত্ব নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। জাপানে নারী নেতৃত্ব এখনও বিরল, তাই এই নির্বাচন রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। আগামী ৪ অক্টোবর এলডিপির নেতৃত্ব নির্বাচনী ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সানায়ে তাকাইচি এবং কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। গত বছর বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে রানঅফ রাউন্ডে অল্পের জন্য হেরে যান তাকাইচি। এবার যদি তিনি দল এবং সংসদীয় ভোটে জয় পান, তবে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রেক্ষাপটে দেশটিতে লিঙ্গ সমতার সীমিত অগ্রগতির মধ্যে এটি একটি যুগান্তকারী ঘটনা হবে। তাকাইচি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট...