ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের বিষয় এখনও প্রকাশ করা হয়নি। তবে সময় ও পরিস্থিতি অনেক জল্পনার জন্ম দিয়েছে। ভাষণের সময়সূচি বিশেষ গুরুত্ব বহন করছে। আগামীকাল থেকে জিএসটি ২.০ সংস্কার কার্যকর হচ্ছে, তাই অনেকের ধারণা, এই সংস্কারের তথ্য বা প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা হোল্ডারদের ওপর নেওয়া কঠোর পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রে কাজ করা বহু ভারতীয় প্রযুক্তিবিদের প্রভাবিত করবে, সেটিও ভাষণের সম্ভাব্য বিষয়। পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক-সংক্রান্ত পরিস্থিতিও আলোচনার একটি অংশ হতে পারে। প্রধানমন্ত্রী মোদি ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ সময়ে জাতিকে সরাসরি ভাষণে মুখোমুখি হয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। উদাহরণ হিসেবে, ২০১৬ সালে ৫০০ ও ১০০০...