ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাকি জেরা চলছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে জেরা করা শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেন নাহিদ। সেদিনই তাকে প্রথম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। প্রসিকিউশন মনে করছে, শেখ হাসিনাকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা প্রমাণে নাহিদের...