এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা কাটিয়ে ওঠা টাইগাররা শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে জমজমাট জয় পেয়েছে।ব্যাট হাতে দারুণ ঝড় তুলেছেন সাইফ হাসান (৬১) ও তৌহিদ হৃদয় (৫৮), আর বল হাতে ঝলক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান (৩/২০)। ইনিংসের শুরুতে তানজিদ তামিম শূন্য রানে আউট হলেও ওপেনার সাইফ আত্মবিশ্বাসী ছিলেন। ৪৫ বলে ঝোড়ো ৬১ রান করে ম্যাচের ভিত গড়ে দেন তিনি। এখন আসরের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ। সাইফ বলেন, ‘অবশ্যই আমরা ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই সবাই বিশ্বাস করেছিল আমরা ফাইনাল খেলব। তবে ধাপে ধাপে এগোতে হবে। আপাতত মনোযোগ ভারতের বিপক্ষে পরের ম্যাচে। ’ তিনি আরও যোগ করেন, ‘তানজিদ আউট হওয়ার পর আমার আর লিটন কুমার দাসের পরিকল্পনা ছিল কাউন্টার-অ্যাটাক করার। লিটন ভাই...