ধানের পর এবার পাট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করে সারাদেশে আলোচনার জন্ম দিয়েছে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপ। ব্যতিক্রমী এই প্রতিমা ইতোমধ্যে দেশজুড়ে দর্শনার্থীদের নজর কাড়ছে। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল বলেন, চারজন ভাস্কর টানা তিন মাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন। গত বছর ধান দিয়ে তৈরি প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছিল। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা থেকে এবার পাটকে প্রতিমা তৈরির উপকরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করছে না, বরং কৃষিনির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরছে বলে মনে করেন দর্শনার্থী ও স্থানীয়রা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হবে। তবে তার আগেই প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পাট দিয়ে তৈরি এই...