গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৩১ মাদক মামলার আসামি নবীর শিকদারকে (৩৫) ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নবীর শিকদার ওই গ্রামের বাসিন্দা। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দক্ষিণ কুশলী গ্রামে নবীর শিকদারকে গ্রেপ্তার করতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাকে তল্লাশি করে ৫৫০ পিস...