পাকিস্তানে ধারাবাহিক তীব্র বন্যার প্রভাব ডলারের ওপরও পড়তে শুরু করেছে। বন্যার ফলে সরবারহ বিঘ্ন ঘটায় পাকিস্তানজুড়ে ডলারের ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে দেশটিতে ডলারের মজুদ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের মতে, এভাবে চলতে থাকলে খুব শিগগিরই ডলারের বিপরীত রুপির মান আরও কমে যেতে পারে। পাকিস্তানের বৃহত্তর বৈদেশিক মুদ্রা বিক্রয়কারী কোম্পানি লিংক ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির নির্বাহী অফিসার সালিম আমজাদ বলেন, বর্তমানে অধিকাংশ ডলার বিক্রয়কেন্দ্রগুলোতে ডলার নেই। বন্যায় তলিয়ে যাওয়ার কারণে অনেক শাখা এবং ব্যাংক ডলার বিনিময় বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ডলারের ধারাবাহিক সংকট স্থানীয় রুপির ঊর্ধ্বমুখী মান কমিয়ে দিতে পারে, যা গত দুই বছরে ২৫ সেশনে অর্জন হয়েছিলো। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীক চুক্তি, পাকিস্তান সেনাবাহিনীর তদারকিতে সর্বশেষ জুলাইয়ে ডলারের বিপরীতে রুপির মান ১.২% বৃদ্ধি পেয়েছিলো। পাকিস্তান...