গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে সুপার ফোরের শুরুতে দারুণভাবে হারিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশের এমন এক জয় দেখে সাবেক পাকিস্তান উইকেটরক্ষক কামরান আকমল জানালেন, লিটনদের দেখে শেখা উচিত তার দেশ পাকিস্তানের। সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশকে খাদের কিনারে ফেলে দিয়েছিল। সে ম্যাচের পর একাদশে চারটি পরিবর্তন আনা হয়। এরই ফল টানা দুই জয়।আরও পড়ুনআরও পড়ুনশ্রীলঙ্কাকে হারিয়ে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে বাংলাদেশ দলের প্রশংসা করে কামরান বলেন, ‘একেই বলে কোয়ালিটি ক্রিকেট। এটাই প্রমাণ, আপনাদের কাছে যদি দল ভালো থাকে, ব্যালেন্স ভালো থাকে, তাহলে আপনি ভালোভাবেই রান তাড়া করতে পারবেন। বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে ফেলাটা সহজ কাজ নয় কিন্তু। বাংলাদেশ সে কাজটাই করে ফেলেছে।’ ‘দারুণ এক...