নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বিক্ষোভে ঘটে যাওয়া সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, “নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য একেবারেই গ্রহণযোগ্য নয়।” এ ঘটনায় ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্সও পুলিশের বিরুদ্ধে সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন। যদিও বিক্ষোভে বক্তব্য দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি অংশ নেননি। উইল্ডার্স এই সহিংসতাকে “মূর্খদের কাজ” হিসেবে আখ্যায়িত করেছেন।বিক্ষোভটি আয়োজন করেছিলেন এক ডানপন্থি কর্মী, যিনি অভিবাসন নীতি কঠোর করার ও আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে নিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের সময় বাম দলের প্রধান কার্যালয়ের জানালা ভাঙচুর করা হয়।ডি৬৬ দলের নেতা রব জেটেন বলেন, কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে থাকুন। ভয় দেখাতে পারবেন এমন ধারণা ভুল।...