গতকাল দিবাগত রাতে জুবিনের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন গরিমা। তাতে তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ এবং আমার প্রণাম। জুবিন আসছে। আমরা সবাই শেষবারের মতো ওকে দেখব। আমি সকলকে অনুরোধ করছি, সিদ্ধার্থের (জুবিনের আপ্ত সহায়ক) বিরুদ্ধে কেউ কোনো কথা বলবেন না। কারণ সিদ্ধার্থই জুবিনের সব খেয়াল রাখত। অতিমারির সময়ে জুবিনের যখন সিজার অ্যাটাক হয়, তখন ও-ই একমাত্র মানুষ যে নিজের জীবন বাজি রেখে আমার স্বামীকে মুম্বাই নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য।’সিদ্ধার্থকে ভাই দাবি করে গরিমা বলেন, 'গত ২০ বছর ধরে সিদ্ধার্থ আমার পরিবারের সঙ্গে যুক্ত। ও আমার ভাইয়ের মতো। ওর বিরুদ্ধে আপনারা এমন কিছু বলবেন না। এ মুহূর্তে আমাদের পরিবারের ওকে প্রয়োজন। জুবিন আসছে। আমি সকলকে অনুরোধ করছি, ওর শেষযাত্রা শান্তিপূর্ণভাবে হতে দিন। আপনারা আইন মেনে চলুন। পুলিশ-প্রশাসনকেও সাহায্য করুন।’আসামের মুখ্যমন্ত্রী...