ঢাকা: বাংলাদেশের সরকারি রাজস্ব আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ২০২৫ ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাজেট ও সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণে বাংলাদেশ ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত এ প্রতিবেদনে বাংলাদেশসহ ৬৯টি দেশকে আর্থিক স্বচ্ছতার মানদণ্ডে পিছিয়ে থাকা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও মালদ্বীপও রয়েছে একই তালিকায়।তবে প্রতিবেদনে এটিও বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক খাতে স্বচ্ছতা বাড়াতে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।মোট ১৩৯টি দেশ নিয়ে পরিচালিত এ পর্যালোচনায় ৭১টি দেশকে ন্যূনতম স্বচ্ছতার মানদণ্ড পূরণকারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে বাংলাদেশকে বছরের শেষে আর্থিক প্রতিবেদন যুক্তিসঙ্গত সময়ে প্রকাশ করা এবং বাজেট নথি আন্তর্জাতিকভাবে...