ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু-পাস থেকে গোল করেন টাদেও আলেন্দে। তবে, ৫২ মিনিটে ডিসি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেকে হেডে সমতা ফেরান। ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসি দলকে এগিয়ে নেন। ৭২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তির শট ক্রসবারে প্রতিহত হয়। ৮৫ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-১ করেন। এ মৌসুমে সপ্তমবারের মতো জোড়া গোল করলেন মায়ামির...