২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষ কর্মী ভিসা বা এইচ-১বি ভিসার জন্য নতুন ফি আরোপ করেছে। এই ফি অনুযায়ী আবেদনকারীদের এককালীন ১ লাখ মার্কিন ডলার দিতে হবে। এই সিদ্ধান্তকে ভারতের পক্ষ থেকে উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে, কারণ ভারতীয় নাগরিকরা এই ভিসার প্রধান সুবিধাভোগী। নতুন নিয়ম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। মূলত, মার্কিন এইচ-১বি ভিসা কর্মীদের জন্য ভারত অন্যতম প্রধান উৎস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এই নতুন ফি ঘোষণা করেছেন। বর্তমানে নেওয়া ফি-এর তুলনায় এটি প্রায় ৬০ গুণ বেশি। নতুন ফি প্রবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, কিছু ক্ষেত্রে ভিসাগুলো অপব্যবহার করা হচ্ছে, যা মার্কিন কর্মীদের ক্ষতি করছে এবং স্থানীয় মজুরি কমাচ্ছে। ভারতের পক্ষ থেকে এই ফি আরোপকে মানবিক এবং পারিবারিক সমস্যার...