চোখে আলো নেই, হৃদয়ে তার জ্বলে এক অন্যরকম দীপ্তি। অন্ধত্ব তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং ছুঁয়েই শিখেছেন, তৈরি করেছেন নিজের কাজের এক দারুণ জগৎ। দৃষ্টির অভাবকে শক্তিতে রূপ দিয়ে গড়ে তুলেছেন নিজের একটা কর্মজগৎ। যেখানে হস্তশিল্পই তার হাতিয়ার, আর আত্মনির্ভরতা তার প্রতিজ্ঞা। প্রতিকূলতাকে জয় করে, একা হাতে সংসারের হাল ধরেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রামের দৃষ্টিহীন মৃত্যুঞ্জয় বিশ্বাস (৩২)। এই হতদরিদ্র মৃত্যুঞ্জয় দুই চোখে দেখতে পান না, চাইলেই হতাশায় ডুবে যেতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন সংগ্রামের পথ। বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি করাই তার পেশা। স্পর্শ আর অনুভবে প্রতিদিনই তৈরি করেছেন কুলা, চাটাই, চাঙারি, টুকরি, উড়া, ডালা, চালুনি কিংবা মাছ ধরার খলই। এমনকি হাঁস-মুরগির খাঁচাও তার হাতের কারুকার্যে হয়ে উঠে দারুণ শৈল্পিক। এটিই তার রুটিরুজির মাধ্যম। বর্তমানে...