সরকারের সমালোচনা করলে অ্যাটাক হচ্ছে কি না— এ প্রশ্নে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘গত চার মাসে তার বিরুদ্ধে ১৭টি ভিডিও তৈরি করা হয়েছে। এমনকি ২০০ কোটি টাকা সংক্রান্ত এক অনিয়মে জড়ানো হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের জীবনে যত ধরনের কটু‑সমালোচনা তাকে শুনতে হয়েছে, তার চেয়ে মাত্র সাত মাসে এর চেয়ে বেশি কথাই শুনছেন। এসবের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেননি। এসবের বিরুদ্ধে তিনি কোনো মামলা করেননি, কাউকে গ্রেপ্তার করতে বলেননি।’ একটি টক শো আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল ফ্যাসিস্ট সরকার ও তার দলের ক্যাডাররা। এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী। একদল অন্য দলকে ‘ধর্মপ্রবণ’ বা ‘ধর্মীয় উন্মাদ’ বলছে, কেউ কেউ অন্যকে ‘নাস্তিক’ বলছে, আবার ভারত‑পকিস্তান‑দালাল‑শত্রু...