নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার জোসে মরিনিয়োর নাম জানাল বেনফিকা। শুক্রবার তার তত্ত্বাবধানে দল ট্রেনিং করল ঘণ্টা দেড়েক। শনিবার মাঠে নেমে তারা উড়িয়ে দিল প্রতিপক্ষকে। যে ক্লাবের হয়ে ২৫ বছর আগে কোচিং ক্যারিয়ারের সূচনা হয়েছিল মরিনিয়োর, ২৫ বছর পর সেই ক্লাবে নতুন অধ্যায়ের শুরুটা রাঙালেন তিনি দারুণ জয়ে। পর্তুগিজ লিগের ম্যাচে শনিবার এভিএস ফুটবলকে ৩-০ গোলে হারায় বেনফিকা। গত মাসের শেষ দিকে তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে বিদায় নিতে হয় মরিনিয়োকে। তবে চাকরি ছাড়া থাকতে হয়নি তাকে এক মাসও। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর কোচ ব্রুনো লাজকে বরখাস্ত করে বেনফিকা। দুই যুগের বেশি সময় পর দায়িত্বে ফিরিয়ে আনে তারা মরিনিয়োকে। মরিনিয়ো পর্তুগিজ ফুটবলে কোচিংয়ে ফিরলেন ২১ বছর পর। সবশেষ ২০০৪ সালে পোর্তোর দায়িত্বে ছিলেন তিনি। পরে চেলসি, ইন্টার মিলান, রেয়াল...