চলতি এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। সেখানে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ের দেখা পেয়েছেন লিটন দাস-সাইফ হাসানরা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। দুদলের অবস্থান আপাতত দুই মেরুতে হলেও এশিয়া কাপ শেষ হতে না হতেই আবার মুখোমুখি হবে দুদল। আমিরাতের মাটিতে আফগানদের বিপক্ষে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সে দলে জায়গা হয়নি ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার ফজল হক ফারুকির। এছাড়া অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাতকেও দলে রাখা হয়নি। এক বিবৃতি এসিবি জানিয়েছে, পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ...